/anm-bengali/media/media_files/2024/11/04/1000095334.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গ্রেপ্তারিকে,কার্যত নাটক ও চেয়ার দখলের লড়াই বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেন,''এটা আসলে বিজেপির অন্দরমহলের চেয়ার দখলের লড়াই। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার,এই তিন জনেই একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুকান্ত মজুমদার এখন শুধুমাত্র নিজের চেয়ার বাঁচাতে মরিয়া।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/jsbyeTdV5gNGYkyAljj6.jpg)
এরপর তিনি আরও বলেন,''ওরা নিজেরাই কি কোনও পুলিশ অফিসারকে ফোন করে নিজেদের গ্রেপ্তার করতে বলেন ? যাতে ক্যামেরার সামনে একটু নাটক করা যায় ? আমি তো দেখলাম, সুকান্ত নিজেই পুলিশের গাড়ির দিকে পোজ দিয়ে এগিয়ে যাচ্ছেন। পুরো ব্যাপারটাই স্ক্রিপ্টেড,পাবলিসিটি স্টান্ট ছাড়া কিছু নয়।”
#WATCH | Kolkata, West Bengal | Union Minister Sukanta Majumdar's arrest yesterday, TMC leader Kunal Ghosh says, "There is a fight for the chair of the BJP state president. Dilip Ghosh, Suvendu Adhikari and Sukanta Majumdar are facing each other. Sukanta Majumdar is defending his… pic.twitter.com/XPkfWEnKpw
— ANI (@ANI) June 21, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us