BREAKING: সুকান্তর গ্রেপ্তারি আসলে নাটক ! বিজেপির চেয়ার দখলের লড়াই বলে কটাক্ষ করলেন কুনাল ঘোষ

কি বললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ ?

author-image
Debjit Biswas
New Update
Kunal

নিজস্ব সংবাদদাতা : এবার কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গ্রেপ্তারিকে,কার্যত নাটক ও চেয়ার দখলের লড়াই বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেন,''এটা আসলে বিজেপির অন্দরমহলের চেয়ার দখলের লড়াই। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার,এই তিন জনেই একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুকান্ত মজুমদার এখন শুধুমাত্র নিজের চেয়ার বাঁচাতে মরিয়া।”

kunal ghoshw2.jpg

এরপর তিনি আরও বলেন,''ওরা নিজেরাই কি কোনও পুলিশ অফিসারকে ফোন করে নিজেদের গ্রেপ্তার করতে বলেন ? যাতে ক্যামেরার সামনে একটু নাটক করা যায় ? আমি তো দেখলাম, সুকান্ত নিজেই পুলিশের গাড়ির দিকে পোজ দিয়ে এগিয়ে যাচ্ছেন। পুরো ব্যাপারটাই স্ক্রিপ্টেড,পাবলিসিটি স্টান্ট ছাড়া কিছু নয়।”