আগে পদক্ষেপ নিলে এমনটা হতো না ! সমর্থন করেও রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন কুনাল

কি কটাক্ষ করলেন কুনাল ?

author-image
Debjit Biswas
New Update
Kunal

নিজস্ব সংবাদদাতা : হরিয়ানা নির্বাচনে ভোটার জালিয়াতি কে কেন্দ্র করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) করা ‘ভোট-চুরি’র অভিযোগ প্রসঙ্গে এক মিশ্র প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা কুণাল ঘোষ। তিনি রাহুল গান্ধীর অভিযোগের যৌক্তিকতাকে সমর্থন করলেও, কংগ্রেসের পদক্ষেপের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন,''আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে কথা বলতেই পারেন এবং এই কথা বলার অধিকার তার রয়েছে। রাহুল গান্ধীর এই পদক্ষেপ বিজেপি-কে উন্মোচিত করেছে ঠিকই, কিন্তু এটি বহু আগেই করা উচিত ছিল।"

rahul6

এরপর তিনি বলেন,''মহারাষ্ট্র বা দিল্লিতে যখন এই ঘটনা ঘটেছিল, তখনই যদি কংগ্রেস পদক্ষেপ নিত, তাহলে হয়তো বিজেপি সেখানে সফল হতে পারত না।"