BREAKING: অমিত মালব্যের দাবি সম্পূর্ণ মিথ্যা ! ওবিসি (OBC) তালিকা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন কুনাল ঘোষ

কি বললেন কুনাল ঘোষ ?

author-image
Debjit Biswas
New Update
kunal ghosh tmc.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি (OBC) তালিকা নিয়ে বিজেপি নেতা অমিত মালব্য যে টুইট করেছেন, তাকে "সম্পূর্ণ মিথ্যা" বলে উড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন,''ওনার দাবি একেবারেই অসত্য। ওবিসি (OBC) তালিকা নিয়ে মমতা ব্যানার্জি সমস্ত কিছু পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন। অমিত মালব্য এবং রাজ্যের বিরোধী দলনেতা ইচ্ছাকৃতভাবে এই বিষয়গুলি সৃষ্টি  করছেন এবং জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।” এরপর তিনি বলেন,''মাননীয়া মুখ্যমন্ত্রী যা বলার স্পষ্টভাবে বলেছেন। বিজেপি জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, কিন্তু তাতে কোনও লাভ হবে না।”

c