/anm-bengali/media/media_files/XFJBTM2GHDVUZTmjXbo7.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মেডিকেল কিট কেলেঙ্কারি নিয়ে এবার কুণাল ঘোষের নিশানায় বামফ্রন্ট সরকার। ২০০৫/৬ এর সময়কার কেলেঙ্কারির কথা ট্যুইট করে জানিয়ে দিয়ে শোরগোল ফেলে দিলেন।
/anm-bengali/media/media_files/Z1M1eSN5KAzVVjf0hEAc.jpg)
তিনি বলেছেন, "এটাও মনে রাখুন, 2005/6, এরাজ্যে মেডিকেল কিট কেলেঙ্কারি ধরা পড়ে। নষ্ট, ব্যবহৃত সরঞ্জাম ব্যবহার, টেস্টের ভুল ফল, রোগ ছড়িয়ে পড়া সামনে আসে। এমন ভাব করবেন না যে প্রথম শুনছেন। চিন্তা এখানে, যে, ঘুঘুর বাসা, চক্রের জাল আবার মাথাচাড়া দিয়েছে। এটা আগে এই সরকার থামিয়েছিল, আবার থামাবে"।
/anm-bengali/media/media_files/vFmAbEuPJI2O07LhNXq7.jpg)
তার ট্যুইটের জেরে অনেকের মনেই অতীত ফিরে আসছে। ট্যুইটকে কেন্দ্র করে সমালোচনাও শুরু হয়েছে।
এটাও মনে রাখুন, 2005/6, এরাজ্যে মেডিকেল কিট কেলেঙ্কারি ধরা পড়ে। নষ্ট, ব্যবহৃত সরঞ্জাম ব্যবহার, টেস্টের ভুল ফল, রোগ ছড়িয়ে পড়া সামনে আসে। এমন ভাব করবেন না যে প্রথম শুনছেন। চিন্তা এখানে, যে, ঘুঘুর বাসা, চক্রের জাল আবার মাথাচাড়া দিয়েছে। এটা আগে এই সরকার থামিয়েছিল, আবার থামাবে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 22, 2024
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us