জামিন পেলেন কুণাল ঘোষ! কোন মামলা? জানুন এই মুহূর্তের বড় খবর

তৃণমূল নেতা কুণাল ঘোষকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
kunal ghoshw1.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃআসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের করা মানহানি মামলায় অবশেষে জামিন পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ আজ আলিপুর আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। সূত্রে খবর, কুণালের হয়ে এই মামলাটি লড়েন আইনজীবী অয়ন চক্রবর্তী। তিনি আদালতে বলেন, "কুণাল ঘোষ কোনও মহিলা, বিধায়ক কিংবা ব্যক্তিবিশেষের উদ্দেশ্যে এহেন মন্তব্য করেননি। তিনি একটি দুর্নীতির বিষয়ে উল্লেখ করতে গিয়েই এই মন্তব্য করেছেন।" 

উল্লেখ্য, বিতর্কের সূত্রপাত গত ফেব্রুয়ারি মাসে। একটি টেলিভিশন শোতে কুণাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছিলেন, তা নিয়ে বিতর্ক ছড়িয়েছিল। সেই মন্তব্যের প্রেক্ষিতে অগ্নিমিত্রা পাল কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

Add 1