/anm-bengali/media/media_files/qz4Z0mVKqVMVmLeAmJeb.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সংসদের বিশেষ অধিবেশন নিয়ে কোনও মন্তব্য করেনি কেন্দ্র। তার বদলে বর্ষাকালীন অধিবেশনের দিন ঘোষণা করা হয়েছে। যা একদমই ভালো চোখে নিচ্ছেন না বিরোধীরা। এদিন সেই সংক্রান্ত বিষয়ে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ সম্পর্কে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, “আমরা পহেলগাঁও ইস্যুতে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানাচ্ছি - সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদে আমরা সকলেই ঐক্যবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরণের অধিবেশন আহ্বানের দাবি তুলেছেন। এখন, তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া অ্যালায়েন্স সহ বেশ কয়েকটি বিরোধী দল যৌথভাবে এই বিষয়ে একটি চিঠি জমা দিয়েছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে একজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর মধ্যে কথোপকথনের কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে, আমরা এই মুহুর্তে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। দুজনেই বিজেপি-বিরোধী শিবিরের সিনিয়র নেতা - সম্মানিত জাতীয় ব্যক্তিত্ব - এবং তাদের মধ্যে কোনও কথোপকথন অস্বাভাবিক নয়। এখন পর্যন্ত, আমরা এই বিষয়ে দলের কাছ থেকে কোনও নির্দিষ্ট ব্রিফিং পাইনি”।
#WATCH | Kolkata, West Bengal: On the special session of Parliament and the protest against terrorism, TMC leader Kunal Ghosh says, "We are demanding a special session of Parliament on the Pahalgam issue— we are all united in protesting against terrorism. Mamata Banerjee has… pic.twitter.com/jTHhtzKANr
— ANI (@ANI) June 4, 2025
/anm-bengali/media/media_files/2025/05/13/JuoeSq8Q2EOiy8c7Rk9V.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us