মধ্যপ্রদেশে বাজি কারখানা ভস্মীভূত-এনাইএ ও সিবিআই তদন্তের দাবি কুনালের

সকাল ১১টা থেকে ১১.৩০টা নাগাদ মধ্যপ্রদেশে বাজি কারখানায় আগুন লাগে। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ এই সম্মন্ধে একটি পোস্ট করেন তার এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি এই আগুন লাগার পেছনে এনআইএ ও সিবিআই তদন্তের দাবি জানান

author-image
Shroddha Bhattacharyya
New Update
KUNAL KLOL.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার মধ্যপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ইতিমধ্যেই  ৬ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৬০টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। পরে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ায় ১১। মধ্যপ্রদেশের হারদায় বাজি  কারখানায় আগুন লাগে। সকাল ১১টা থেকে ১১.৩০টার মধ্যে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত হয়েছেন বহু মানুষ। বিস্ফোরণের শব্দ শোনা যায় বহুদূর থেকে। কিছু মানুষ ঘটনাস্থলে আটকে থাকতে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করেই কুনাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। বাজি কারখানায় আগুন লাগার পেছনে সিবিআই ও এনআইএ তদন্তের দাবি জানান। কুনাল ঘোষ মনে করেছেন বাজির কারখানার পেছনে জঙ্গিদের অস্ত্র তৈরির কারখানা ছিল। 

flavourfood

flamefood1

cityaddnew