New Update
/anm-bengali/media/media_files/zJmaWiYHIhdLkMjTEa9U.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার মধ্যপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ইতিমধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৬০টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। পরে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ায় ১১। মধ্যপ্রদেশের হারদায় বাজি কারখানায় আগুন লাগে। সকাল ১১টা থেকে ১১.৩০টার মধ্যে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত হয়েছেন বহু মানুষ। বিস্ফোরণের শব্দ শোনা যায় বহুদূর থেকে। কিছু মানুষ ঘটনাস্থলে আটকে থাকতে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করেই কুনাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। বাজি কারখানায় আগুন লাগার পেছনে সিবিআই ও এনআইএ তদন্তের দাবি জানান। কুনাল ঘোষ মনে করেছেন বাজির কারখানার পেছনে জঙ্গিদের অস্ত্র তৈরির কারখানা ছিল।
কী বিজেপি, জঙ্গিদের কারখানার পেছনে কারা খুঁজতে এবার সিবিআই, এনআইএ তদন্ত হবে তো? pic.twitter.com/UpeS7GCCbK
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 6, 2024
/anm-bengali/media/post_attachments/c4c565e3b5a5085ac8675a33c556fea4a401449a2302bdb6691d19a357e31a40.jpeg)
/anm-bengali/media/post_attachments/ee456adb65b2f42d7f672187e3a823a670ced316177b29a24aa984bedf559b7c.jpeg)
/anm-bengali/media/post_attachments/8eab27390d52dc17e67ae018e3e1fc6eddce0779c222be8bdc5e21ad3bbdaedc.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us