/anm-bengali/media/media_files/VVSnUs6kqwb1n9L2EWkR.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : দুর্নীতি মামলায় একের পর এক গ্রেফতারি। শাসকদলের বিরুদ্ধে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সুযোগ কাজে লাগাচ্ছেন বিরোধী বিজেপি নেতারাও। রাজ্য সরকার, তৃণমূলকে বিঁধে একের পর এক মন্তব্য শুভেন্দু অধিকারীর। এবার খেলা ঘুরিয়ে দিয়ে শুভেন্দুর দিকে নিশানা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে শোনা গিয়েছে শুভন্দুর নাম। এবার পাল্টা দিলেন কুণাল। রাজ্যের বিরোধী দলনেতা সরদা-নারদায় অভিযুক্ত। এই প্রেক্ষাপটে শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়িয়ে কুণাল এক্স হ্যান্ডেলের বার্তায় লিখেছেন,''নারদে বিজেপিই ওর ভিডিও দিয়ে চোর বলেছিল। সিবিআই এফ আই আর করেছে ওর নামে। তারপর গ্রেপ্তার এড়াতে ভয়ে বিজেপিতে গিয়েছে।ক্যামেরার সামনে ঘুষখোর, এখন রাজনৈতিক দেউলিয়াপনা ঢাকতে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা, চক্রান্ত করছে। অবিলম্বে এই চোর গ্রেফতার হোক।''
শুভেন্দু।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 27, 2023
সারদায় অভিযুক্ত।
নারদে বিজেপিই ওর ভিডিও দিয়ে চোর বলেছিল। সিবিআই এফ আই আর করেছে ওর নামে।
তারপর গ্রেপ্তার এড়াতে ভয়ে বিজেপিতে গিয়েছে।
ক্যামেরার সামনে ঘুষখোর, এখন রাজনৈতিক দেউলিয়াপনা ঢাকতে @AITCofficial র বিরুদ্ধে কুৎসা, চক্রান্ত করছে।
অবিলম্বে এই চোর গ্রেপ্তার হোক।
/anm-bengali/media/post_attachments/LKbtnZ3BJgSVpLJHCBN5.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us