BREAKING: অভিভাবকের মতো করে সমস্যা মেটাতে চেষ্টা করছেন মমতা ! চাকরিহারা শিক্ষকদের প্রসঙ্গে বড় মন্তব্য করলেন কুনাল ঘোষ

কি বললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ ?

author-image
Debjit Biswas
New Update
c

নিজস্ব সংবাদদাতা - এবার চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে বড় মন্তব্য করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেন,''রাজ্য সরকার ইতিমধ্যেই এই বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো করে এই সমস্যা মেটাতে চেষ্টা করছেন। কিন্তু সেই সময়েই এই প্রতিবাদীরা বিকাশ ভবনে আন্দোলন করছেন। আমরা তাঁদের যন্ত্রণা বুঝি, তবে বিজেপি, বাম ও অতিবাম মিলে একটা রাজনৈতিক নাটক তৈরি করছে এবং অশান্তি ছড়াচ্ছে।"

kunal ghosh sad