পাকিস্তানকে পুরোপুরি পরাজিত করে আসা উচিত ! ভারত পাকিস্তান ম্যাচের আগে বড় বার্তা দিলেন কুনাল

কি বললেন কুনাল ঘোষ ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
kunal ghosh tmc.jpg

নিজস্ব সংবাদদাতা : এশিয়া কাপে আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। আর ভারত-পাকিস্তান ম্যাচের আগেই, এই ম্যাচ সম্পর্কে এক  বড় বার্তা দিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেন,''যখন আমাদের সেনারা পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারাচ্ছেন এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন আদৌ এই খেলার কোনও প্রয়োজনীয়তা ছিল কিনা তা নিয়ে আলোচনা করা প্রয়োজন।"

Kunal

এরপর তিনি বলেন,''কিন্তু যদি খেলাটি হচ্ছেই, তাহলে আমরা চাই যে আমাদের সৈনিকরা যেমন সীমান্তেও জয়লাভ করুক এবং ঠিক তেমনই ক্রিকেট মাঠেও জয়লাভ করুক। আজকে যেন টিম ইন্ডিয়া, পাকিস্তানকে পুরোপুরিভাবে পরাজিত করে।"