BREAKING: জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে প্রতিবাদ করছে ভুয়ো হিন্দুরা ! বিতর্কের মাঝেই বড় মন্তব্য করলেন কুনাল ঘোষ

কি বললেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ ?

author-image
Debjit Biswas
New Update
c

নিজস্ব সংবাদদাতা : এবার দিঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ নিয়ে হয়ে চলা বিতর্কের বিরুদ্ধে কড়া জবাব দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি বলেন,''যারা নিজেদের হিন্দু বলে দাবি করে,অথচ প্রসাদ নিয়ে ভুয়ো প্রচার চালাচ্ছে, তারা আসলে ভুয়ো হিন্দু। সকলেরই ঈশ্বরে বিশ্বাস রাখা উচিত। আর প্রসাদ মানে হল ঈশ্বরের আশীর্বাদ।”

kunal ghosh sad

এরপর তিনি আরও বলেন,''যখন প্রসাদ তৈরি হয় এবং তা ঈশ্বরকে অর্পণ করা হয়, তখন সেটিই হয় প্রসাদ। হিন্দুধর্মে এই রীতি বহু পুরনো। এটা নিয়ে রাজনীতি করা অনুচিত। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে গিয়ে কিছু মানুষ এখন ঈশ্বরের বিরুদ্ধেও লড়াই শুরু করে দিয়েছেন।”