/anm-bengali/media/media_files/mlmaxllewgrcRuJsxcrk.webp)
নিজস্ব সংবাদদাতা: আলকেমিস্ট নিয়ে এবার সুর চড়ালেন কুণাল ঘোষ। X হ্যান্ডেলে সরাসরি মিঠুন চক্রবর্তীর গ্রেফতারির দাবি করেন তিনি।
/anm-bengali/media/media_files/CyJTqszddrDtABCLNSgf.jpg)
কুণাল ঘোষ লেখেন, 'আলকেমিস্ট প্রসঙ্গে। 2014 সালে হেলিকপ্টার ভাড়ায় ব্যবহার করেছিল তৃণমূল। তখন দলের সাধারণ সম্পাদক মুকুল রায়। এর পেমেন্টের বিষয়ে জানা ছিল না। মুকুল তারপর বিজেপিতে যান। পরে ইডি বলার পর পার্টি জানায় বকেয়া ভাড়া 48 ঘন্টায় মেটানো হবে। ইডি বলে তাদেরই দিতে। পার্টি ড্রাফটে পুরোটা পেমেন্ট করেছে। সেটাই ইডি দেখিয়েছে। এটা বকেয়া বিল। Proceeds of Crime বলা হয়নি। প্রশ্ন হল, আলকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর মিঠুন চক্রবর্তী গ্রেপ্তার নন কেন? এই বিজেপি নেতা টাকা নিয়েছিলেন কিনা, নিলে কত টাকা নিয়েছিলেন, প্রকাশ্যে জানাক ইডি'।
/anm-bengali/media/media_files/cDBYp0CyLPUor74tPDWm.jpg)
আলকেমিস্ট প্রসঙ্গে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 11, 2024
2014 সালে হেলিকপ্টার ভাড়ায় ব্যবহার করেছিল তৃণমূল। তখন দলের সাধারণ সম্পাদক মুকুল রায়।
এর পেমেন্টের বিষয়ে জানা ছিল না। মুকুল তারপর বিজেপিতে যান।
পরে ইডি বলার পর পার্টি জানায় বকেয়া ভাড়া 48 ঘন্টায় মেটানো হবে। ইডি বলে তাদেরই দিতে। পার্টি ড্রাফটে পুরোটা…
/anm-bengali/media/post_attachments/a3b3b4025d35cfd0d9a2ec7f6d260b6d39979acfa33c7389e4c6884dc5256133.webp)
/anm-bengali/media/post_attachments/65fd51357ca1b1aa0af5a3d77472d3ef02738ec4b3eddb56e3bb6ea8d34eedf7.jpeg)
/anm-bengali/media/post_attachments/3a6f251a54bd6509f92091303e7ead06e1aaea27d6ea2dc5bee68942d37f110e.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us