কুণাল ঘোষ- এই মুহূর্তের বড় খবর

কুণাল ঘোষ এবার বড় বার্তা দিয়েছেন।

author-image
Aniket
New Update
kunal ghj.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কুণাল ঘোষ এবার বড় বার্তা দিয়েছেন।

kunal-ghosh

তিনি বলেছেন, "জরুরী। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা সরকার নেবে না। সরকার কথা রাখছে। কিন্তু উল্টোদিকে আন্দোলনকারীদের চাপে RGKar এর 51জন সহ একাধিক প্রতিষ্ঠান থেকে বহু জুনিয়র ডাক্তারকে যে কোনও অভিযোগ তুলে প্রবেশ নিষেধ করা হচ্ছে। কারুর বিরুদ্ধে নির্দিষ্ট প্রমাণ থাকলে ব্যবস্থা হোক। কিন্তু চলতি পরিস্থিতির সুযোগে যে কোনও অভিযোগ রটিয়ে, অধ্যক্ষদের ঘেরাও করে চাপ দিয়ে রাজনৈতিক বিরুদ্ধ মতাবলম্বীদের সরাচ্ছে কিছু আন্দোলনকারী। এই ছেলেমেয়েগুলি কোথায় যাবে? কীভাবে পড়বে? কীভাবে কাজ করবে? এরাও মেধাবী। অবিলম্বে এদের সমস্যার সমাধানও করা দরকার। যাদের উপর রাগ আছে, এখন তাদের গায়ে কোনও তকমা লাগিয়ে মেডিকেল কলেজগুলোতে ঢোকা বন্ধ করার প্রবণতা আপত্তিকর। এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে"।

Adddd