গালমন্দ, গো ব্যাক! আবার শুভেন্দুকে খোঁচা দিলেন কুণাল

আবার শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন কুণাল ঘোষ। কী দাবি তাঁর?

author-image
Anusmita Bhattacharya
New Update
suvendu and kunal .jpg

নিজস্ব সংবাদদাতা: 'নন্দীগ্রামে রবিবার শহীদতর্পণে যাবেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার আগে X হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন তিনি। লেখেন, 'নন্দীগ্রামে রবিবার ভোর চারটের পর শহীদতর্পণে যাওয়ার কথা আমার। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাও আছে। তার আগে শনিবার রাতেই আমাকে গালমন্দ করে পোস্টার, ফ্লেক্স। বলছে 'গো ব্যাক'। কী অধিকারী, এত ভয় !!!! আমোদ পেলাম'।