'রাহুল গান্ধী গান্ডু', মন্তব্য শুভেন্দুর, অসুস্থ ভাষা বললেন কুণাল

শুভেন্দুবাবুকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে প্রশ্ন করা হলে দৃশ্যত বিরক্ত হন তিনি। ব্যস তারপরেই একপ্রকার বোমা ফাটান তিনি।

author-image
SWETA MITRA
New Update
kunal suve rahu.jpg

নিজস্ব সংবাদদাতাঃ গতকাল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর উদ্দেশ্যে বেলাগাম মন্তব্য করেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এই নিয়েই চরমে উঠেছে রাজনৈতিক তরজা। নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের মুখে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নাম শুনে শুভেন্দুবাবু বলেন, ‘ও কে হরিদাস পাল? ও একটা গান্ডু’। এদিকে এহেন মন্তব্য নিয়ে এবার সরব হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘এটা ভাষা? রাহুল গান্ধীকে কী ভাষায় আক্রমণ করছেন গদ্দার? রাজনীতিতে এই ধরণের অসভ্যতা, অপসংস্কৃতি বন্ধ হোক। রাজ্য কংগ্রেস নেতারা বিজেপির দালালি করতে গিয়ে আর কত নিচে নামবেন যে এটাও হজম করছেন? শুভেন্দুর কুৎসিত রাজনীতি বেআব্রু হয়ে পড়ছে। এই অসুস্থ ভাষার তীব্র প্রতিবাদ করছি।‘