SIR নিয়ে ফের বড় দাবি করলেন কুনাল ঘোষ ! এবার কি বললেন তিনি ?

কি দাবি করলেন কুনাল ?

author-image
Debjit Biswas
New Update
Kunal

নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া 'এসআইআর' (SIR - Special Intensive Revision) শুরু হওয়ার ফলে রাজ্যের ভোটারদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক এবং সেই আতঙ্কে আত্মহত্যার চেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদ করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি এই পরিস্থিতির জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনের প্রক্রিয়াকে দায়ী করেছেন এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন,''নির্বাচন কমিশনের এসআইআর (SIR) করার সিদ্ধান্ত,এই প্রক্রিয়া ও বিজেপি-র চাপের কারণে যাঁরা আত্মহত্যা করার চেষ্টা করছেন বা হৃদরোগে ভুগছেন তাদের বলতে চাই যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সেই পরিবারগুলির পাশে আছে।"

kunal ghosh sad

এরপর তিনি বলেন,''যদি আপনি একজন আসল ভোটার হন, তবে আমরা আপনাকে ভোটার তালিকা থেকে বাদ যেতে দেব না (we will not let you be removed)।"