সব বকেয়া টাকা মিটিয়ে দেবেন মমতা! হলো ঘোষণা

রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় খবর। সব টাকা মিটিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতার সরকার।

New Update
moneyn

নিজস্ব সংবাদদাতা: কৃষকবন্ধুর (Krishak Bandhu) যে দেড় লক্ষ আবেদন বাতিল হয়েছিলো তা বাড়ি গিয়ে ভুল সংশোধন করে সেই নতুন আবেদনে অনুমোদন দিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সরকার। ফলে পশ্চিমবঙ্গে কৃষকবন্ধু প্রকল্পে সাহায্য প্রাপকের সংখ্যা বেড়ে হলো ৯৭ লক্ষ। এই নিয়ে কৃষিমন্ত্রী (Agricultural Minister) শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) জানান যে এবার দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির শুরু হওয়ার সময়েই বলা হয়েছিল প্রতিটি আবেদন গ্রহণ করতে হবে। এই প্রকল্পে যাদের পাওনা ছিল তারা সকলেই এবার বছরে ২ বার ২০০০ টাকা করে।