New Update
/anm-bengali/media/media_files/QBVokGudkIyscVgdp5rQ.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাস্তায় গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগ। খড়দহের কাছে এক পুলিশকর্মীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে হুমকির মুখে পড়েন আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচী। অভিযোগ, তাঁকে প্রকাশ্য রাস্তায় বাজে কথা বলেন ওই পুলিশকর্মী, অশালীন আচরণও করেন। গোটা বিষয়টি সোশাল মিডিয়ায় পোস্ট করেন কৌস্তভ।
/anm-bengali/media/media_files/uIuLj8H99XRhq5XFRpoJ.jpg)
বিজেপি নেতা কৌস্তভ বাগচী লেখেন, 'পুলিশ কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা দেখাশোনার জন্য...আর এই আচার! ভিএন তিওয়ারি নামে খড়দহ থানার একজন পুলিশ কর্মী তার গাড়িটি বিটি রোডের মাঝখানে (টাটা গেট এবং টিটাগড় পৌরসভার মধ্যে) পার্ক করে এবং পণ্যবাহী যানবাহন থেকে অবৈধভাবে অর্থ আদায় করছিল। এর ফলে যানজটের সৃষ্টি হয় এবং আমি এর জন্য প্রতিবাদ করেছিলাম। অফিসার আমাকে হুমকি দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি একটি অভিযোগ দায়ের করেছি এবং এর শেষ দেখে ছাড়ব।'
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us