কলকাতায় বিকেলে বৃষ্টি? আজকের আবহাওয়া নিয়ে কী বলছে পূর্বাভাস

আজ ২৮ মে কলকাতায় আকাশ থাকবে মেঘলা, বিকেলে হতে পারে বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে বাড়তে পারে বর্ষার পূর্বাভাস।

author-image
Debapriya Sarkar
New Update
weather

নিজস্ব সংবাদদাতা : আজ সকালে শহরের আকাশ ছিল আংশিক মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের ঘনত্বও বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেল থেকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎও।

Rain

দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৬ ডিগ্রির আশেপাশে। আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরমে অস্বস্তি থাকবে দিনের বেশিরভাগ সময়। বাতাস বইবে উত্তর-পূর্ব দিক থেকে, গতি ঘণ্টায় প্রায় ৮ কিমি।

আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এর প্রভাবে আগামী দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আজ বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।