ফের বদলাচ্ছে আবহাওয়া, মাঘের শেষ লগ্নে ঠান্ডায় কাঁপবে রাজ্যবাসী! কত ডিগ্রিতে নামতে পারদ? জানুন!

মাঘের শেষলগ্নে কি শীতের আমেজ উপভোগ করা যাবে? কি বলছে আবহাওয়ার লেটেস্ট আপডেট? জানুন বিস্তারিত!

author-image
Debapriya Sarkar
New Update
winter purulia.jpg

নিজস্ব সংবাদদাতা : ফেব্রুয়ারির শুরুতে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় শীতের আমেজ অনুভূত হয়নি। সরস্বতী পুজোর সময় রীতিমতো গরমে অস্বস্তি হয়েছিল, তবে তার পরের দিনই তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে আসে। গত কয়েকদিনের তুলনায় হালকা শীতের অনুভূতি ভোরের দিকে দেখা যাচ্ছে। তবে প্রশ্ন উঠছে, মাঘের শেষলগ্নে কি শীতের আমেজ উপভোগ করা যাবে?

Winter

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালকের তুলনায় এটি ৪.৮ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী দু'দিনে তাপমাত্রা আরও দু'-চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে সপ্তাহের শেষে তাপমাত্রা আবার দু'-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

Winter

আজ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া ও মুর্শিদাবাদে কুয়াশার দাপট থাকতে পারে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কুয়াশার পরিমাণ বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আগামী পাঁচদিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। আবহাওয়ার সম্পর্কিত আরো খবর জানতে ক্লিক করুন