রোদ ঝলমলে দিনেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ! দেখে নিন আবহাওয়ার আপডেট

দেখুন আবহাওয়ার রিপোর্ট।

author-image
Debjit Biswas
New Update
Earths-Rising-Heat

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপূজা শেষ হলেও শহরে ভ্যাপসা গরমের অস্বস্তি এখনও অব্যাহত। আজ ভাইফোঁটার দিনেও কলকাতার আকাশ পরিষ্কার থাকবে এবং আজ একটা রোদ ঝলমলে দিন পাবেন শহরবাসী। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ ৬৫ শতাংশের আশেপাশে থাকতে পারে, যার ফলে এক 'কষ্টদায়ক গরমের' অনুভূতি বজায় থাকবে।

FBGNM,

তবে তাপমাত্রার পাশাপাশি শহরের বায়ুর গুণমান নিয়েও যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। গতকালের (২২ অক্টোবর) তথ্য অনুযায়ী, কলকাতার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) 'খুব খারাপ' বা 'Poor' ক্যাটাগরিতে ছিল। যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ কাজের কারণে বাতাসে ধূলিকণার মাত্রা এখনও বেশি। তাই সকালে বা সন্ধ্যায় বাইরে বের হলে দূষণ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।