বাংলার দুর্গাপুজো বিশ্বজনীন, কলকাতা পুরসভার প্রয়াসে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্তও

বিশেষ ঘোষণা মেয়রের।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-09 at 6.32.30 PM

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঋতুপর্ণা সেনগুপ্ত ফেস অফ বেঙ্গল হয়ে যাবেন টাইমস স্কোয়ারে। বাংলার দুর্গাপুজোকে বিশ্বজনীন করে তুলতে আরো এক পদক্ষেপ।  কলকাতা পুরসভা আয়োজিত "কলকাতা শ্রী" কার্টেন রেজারে এই ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেও। কলকাতা পুরসভার "কলকাতা শ্রী দুর্গা পূজা প্রতিযোগিতা ২০২৫"- এর আবেদনপত্র গ্রহণ শুরু হল আজ থেকে। অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করা যাবে। কলকাতা শহরের সমস্ত পুজো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। পুজোয় বিভিন্ন পুরস্কারের মধ্যে থাকবে আর্থিক পুরস্কারও। মেয়র এবং মেয়র পারিষদদের পুজো এই প্রতিযোগিতার বাইরে।

durga