New Update
/anm-bengali/media/media_files/u68MLDwmKo9Vc67ktFug.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতায় বুধবার ভোর রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি থামল একটু আগে। এবার আবার বৃষ্টির পূর্বাভাস। আজ দুপুর ১টা নাগাদ বৃষ্টি নামতে পারে দমদমে। সকাল থেকে অফিস টাইমের জন্য বেরিয়ে জল আর কাদায় নাকানিচোবানি খেয়েছে সাধারণ মানুষ। আবার তেমন পরিস্থিতি হবে না তো দমদমে? এমনিতেই সাধারণ মানুষ বলছে যে এখানকার নিচু জায়গা যেমন নাগেরবাজারের মতো এলাকার মূল রাস্তা জলে ডুবে গেছে। তবে যাই হোক না কেন, আজ কিন্তু বর্ষার একেবারে পারফেক্ট আমেজ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us