New Update
/anm-bengali/media/media_files/Cjunp3N5QfT93SqRO2wx.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: সকাল থেকে আকাশের মুখ ভার ছিল। অবশেষে কিছুক্ষণ আগে ঝমঝমিয়ে নামল বৃষ্টি। কলকাতাবাসী পেল স্বস্তি ও গরমের হাত থেকে সাময়িক মুক্তি। বৃষ্টির পাশাপাশি রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। তাই এই সময়ে বাড়িতে থাকাই শ্রেয়। আর বিশেষ দরকারে বাইরে বেরোতে হলে ছাতা রাখুন সঙ্গে। কারণ এই বৃষ্টি এখনই কমে যাওয়ার মতো নয়।
তবে প্রচন্ড জোরে বৃষ্টি হলেও একটা চাপা গরম রয়ে গেছে। সেই গরম কাটাতে প্রচুর পরিমাণে বৃষ্টির দরকার। টানা ১৮ ঘণ্টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কলকাতায়। বৃষ্টি থামবে রাত ২ টো নাগাদ। তবে এখন যা আবহাওয়া তাতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হলে জমে যাবে রবিবাসরীয় দুপুর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us