ল কলেজের ঘটনায় সিট গঠন করলো কলকাতা পুলিশ

৫ সদস্যের এই বিশেষ দল পুরো ঘটনার তদন্ত করবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Kasba-Incident-

File Picture

নিজস্ব সংবাদদাতা: কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ‘গণধর্ষণ’-এর অভিযোগে চাঞ্চল্য ছড়ানোর পর এবার দ্রুত ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, এই তদন্ত টিমের নেতৃত্বে রয়েছেন ডিসি এসএসডি-র অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ কুমার ঘোষাল।

সূত্রের খবর অনুযায়ী, ৫ সদস্যের এই বিশেষ দল পুরো ঘটনার তদন্ত করবে। শুধুমাত্র অভিযুক্তদের জেরা নয়, ঘটনার সময় কী ঘটেছিল, কীভাবে ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কারা জড়িত ছিল— সমস্ত দিক খতিয়ে দেখা হবে।

Police

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, গ্রেফতার হওয়া অভিযুক্তদের জবানবন্দি, এবং অন্যান্য ফরেনসিক প্রমাণ খতিয়ে দেখবে SIT। এরই পাশাপাশি আলিপুর আদালতে অভিযোগকারিণীর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে, তাও শুনে দেখবে সিটের দল।