New Update
/anm-bengali/media/media_files/2025/06/28/kasba-incident-2025-06-28-16-43-34.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ‘গণধর্ষণ’-এর অভিযোগে চাঞ্চল্য ছড়ানোর পর এবার দ্রুত ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, এই তদন্ত টিমের নেতৃত্বে রয়েছেন ডিসি এসএসডি-র অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ কুমার ঘোষাল।
সূত্রের খবর অনুযায়ী, ৫ সদস্যের এই বিশেষ দল পুরো ঘটনার তদন্ত করবে। শুধুমাত্র অভিযুক্তদের জেরা নয়, ঘটনার সময় কী ঘটেছিল, কীভাবে ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কারা জড়িত ছিল— সমস্ত দিক খতিয়ে দেখা হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/29/5LwrTI8TgRs3DBla2aKG.jpg)
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, গ্রেফতার হওয়া অভিযুক্তদের জবানবন্দি, এবং অন্যান্য ফরেনসিক প্রমাণ খতিয়ে দেখবে SIT। এরই পাশাপাশি আলিপুর আদালতে অভিযোগকারিণীর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে, তাও শুনে দেখবে সিটের দল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us