বর্ষবরণের কলকাতায় সাড়ে ৪ হাজার পুলিশ! কি হতে চলেছে?

রইল এক জরুরি আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
party

নিজস্ব সংবাদদাতা:বর্ষবরণের আর কয়েকদিন বাকি। ২০২৪ শেষ হয়ে নতুন বছর আসবে। প্রতি বছর বর্ষশেষের দিন ও বর্ষবরণের রাতে নিরাপত্তায় ঢেকে যায় শহর কলকাতা। এ বছরও ঢালাও নিরাপত্তা ব্যবস্থায় মুড়তে পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। এবার কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে আজই কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা সাংবাদিক বৈঠক করেন। 

ওই রাতে কলকাতাজুড়ে স্পেশ্যাল টিম থাকবে। শহরজুড়ে সাড়ে ৪ হাজার বা তারও বেশি পুলিশ ডিউটিতে থাকবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, বিড়লা তারামণ্ডল এবং সমস্ত পিকনিক স্পটে পুলিশ টহল দেবে। পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশও থাকছে। পার্কস্ট্রিটে অতিরিক্ত পুলিশ দেওয়া হবে।  ৩১ জানুয়ারি এবং ১ তারিখ পর্যন্ত একই সংখ্যায় পুলিশ থাকবে।