দোলের দিন মেট্রোতে সফর করবেন ভাবছেন? সময়সূচি পাল্টে গেছে

কখন পাবেন প্রথম পরিষেবা?

author-image
Anusmita Bhattacharya
New Update
metro

নিজস্ব সংবাদদাতা: আগামী শুক্রবার দোল। তবে এই উপলক্ষ্যে সময় সূচি পরিবর্তন হল মেট্রো রেলের। ওই দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ ও হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড-এ মেট্রো পেলেও অন্যান্য দিনের মতো নয়, দেরিতে পরিষবা দেবে মেট্রো।

kolkata-metro-line-2_0_1200

মেট্রো রেল জানাল যে দক্ষিণেশ্বর,নোয়াপাড়া এবং কবি সুভাষ স্টেশন থেকে শুক্রবার প্রথম মেট্রো পাবেন দুপুর আড়াইটে নাগাদ। তবে শেষ মেট্রোর সময় একই থাকছে। সেক্টর ফাইভ এবং শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ৩টে নাগাদ। সেক্টর ফাইভ এবং শিয়ালদহ থেকে রাত ৮টায় পাবেন শেষ মেট্রো।