রবিবার ইডেনে যাচ্ছেন? ম্যাচ শেষে আপনাদের জন্য থাকবে স্পেশাল উপহার

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে চরম উত্তেজনা কলকাতায়।

author-image
Aniruddha Chakraborty
New Update
metro.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃরবিবার ইডেনে হাইভোল্টেজ ম্যাচ। বিশ্বকাপের মহারণে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। রোহিত, বিরাটদের জন্য গলা ফাটাতে ইডেনের গ্যালারিতে উপচে পড়বে ভিড়। শহর ও শহরতলির ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা রাখছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ইডেনে বাইশ গজের মহারণ শেষে দর্শকদের বাড়ি ফেরার জন্য বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে রাতে। ম্যাচ শেষে এসপ্ল্যানেড স্টেশনে দর্শকদের জন্য অপেক্ষায় থাকবে মেট্রো। ইডেনের ম্যাচ শেষের পর এসপ্ল্যানেড স্টেশন থেকে এক জোড়া স্পেশাল মেট্রো ছাড়বে। রবিবার রাত পৌনে ১১টায় এসপ্ল্যানেড স্টেশন থেকে ছাড়বে দুটি মেট্রো। একটি যাবে দক্ষিণেশ্বরের দিকে এবং অন্যটি যাবে কবি সুভাষের দিকে। দু’টি মেট্রোই রাত ১১টা ১৮ মিনিটে পৌঁছে যাবে দক্ষিণেশ্বর ও কবি সুভাষে। যাত্রাপথে মধ্যবর্তী সব ক’টি স্টেশনে থামবে এই স্পেশাল মেট্রোগুলো। 

hire