Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/rJ4BAd2xZx9Au001aDVE.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ রাত ১০:৪০টায় চলবে দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো। খরচের বোঝা কমিয়ে, রাত ১১রোটার জায়গায় মেট্রো চলাচল এগিয়ে নেওয়া হয়েছে ২০ মিনিট। মেট্রো যাত্রীদের জন্য এটা একটা বড় আপডেট। এবার দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো আপনারা পাবেন রাত ১০.৪০ মিনিটে।
সোম থেকে শুক্রবার দমদম থেকে রাত ১০.৪০ মিনিটে ও কবি সুভাষ থেকে রাত ১০.৪০ মিনিটে শেষ মেট্রো পাবেন। পরীক্ষামূলকভাবে চালানো ওই পরিষেবায় সোম থেকে শুক্র রাত ১১টায় শেষ মেট্রো চালানো হয়েছে।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us