উৎসবের মেজাজ শেষ, ফের পরিচিত ছন্দে ফিরছে কলকাতা মেট্রো

ব্লু লাইনেই প্রতিদিন দুপুর থেকে রাত অবধি চলেছে মোট ২৭২টি ট্রেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kolkata-metro-1200

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিদায়ের সুর বাজছে দুর্গোৎসবে। প্রতিমা বিসর্জনের ঘণ্টা গোনা শুরু হয়েছে। দিন কয়েকের উৎসব-উন্মাদনা শেষ হয়ে এবার শহর ফিরছে স্বাভাবিক ছন্দে। শুক্রবার থেকেই কলকাতা মেট্রোতেও শেষ হচ্ছে পুজোর বিশেষ ব্যবস্থা। আবারও নির্দিষ্ট সময়ে চলবে ট্রেন।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, একাদশীর দিন থেকে শহরের প্রাচীনতম মেট্রো রুট ব্লু লাইনে চলবে মোট ২৩৬টি ট্রেন। এর মধ্যে ১১৮টি আপ লাইনে ও সমান সংখ্যক ট্রেন ডাউন লাইনে। তবে পুজোর দিনগুলিতে, অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই ব্লু লাইনেই প্রতিদিন দুপুর থেকে রাত অবধি চলেছে মোট ২৭২টি ট্রেন।

metro

শুক্রবার থেকে মেট্রো পরিষেবায় ফিরছে আগের রুটিন। প্রথম মেট্রো: সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম। অপর প্রান্ত থেকে, অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলবে সকাল ৬টা ৫৪ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। শেষ মেট্রো: রাত ৯টা ৪৪ মিনিটে। এছাড়াও, গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক সময় মেনেই পরিষেবা চলবে।

উৎসবের উচ্ছ্বাস শেষ হতেই শহরের ছন্দ আবার ফেরার অপেক্ষায়। রাত জাগা প্যান্ডেল হপিং শেষ, ফের সকালের অফিসযাত্রায় ভর করবে মেট্রো।