দেশের নিরাপত্তায় জোর, কলকাতায় ফোর্ট উইলিয়ামে বিশেষ বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে বিজয় দুর্গে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi convoy

File Picture

নিজস্ব সংবাদদাতা: সেনাবাহিনীর সম্মেলনে যোগ দিতে সোমবার সকালে ফোর্ট উইলিয়ামে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় অসম থেকে কলকাতায় পৌঁছনোর পর রাজভবনে রাত্রি যাপন করেন তিনি। এদিন সকাল সাড়ে ন’টার সময় নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে বিজয় দুর্গে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়।

ফোর্ট উইলিয়ামে আয়োজিত এই কম্বাইন্ড কম্যান্ডার্স কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তিন বাহিনীর প্রধানরা। উপস্থিত রয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) অনিল চৌহান-সহ সেনার শীর্ষ কর্তারা।

fort william

এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, অপারেশন সিঁদুরের পর প্রথমবার দেশের সেনা ও কম্যান্ডাররা একসঙ্গে কৌশল নির্ধারণে বসেছেন। আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই বৈঠকে সেনার ভবিষ্যৎ রণনীতি, সীমান্ত সুরক্ষা ও কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

সূত্র অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ফোর্ট উইলিয়ামের সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বিহারের উদ্দেশে রওনা দেবেন। সেখানে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর।