'আত্মহত্যা' কেন বলেছিলেন? CBI-এর সবথেকে বড় প্রশ্নের মুখে কী উত্তর সন্দীপ ঘোষের?

সবথেকে বড় প্রশ্ন ছিল এটাই।

author-image
Anusmita Bhattacharya
New Update
sandipghoshrg-ezgif.com-resize (1)

নিজস্ব সংবাদদাতা: আর জি কর কান্ডে প্রথম থেকেই আলোচনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় এখনও কয়েক দফা তাঁকে জেরা করছে সিবিআই। ঘটনার আগে ও পরে তাঁর ফোন থেকে যাদের কল করা হয়েছে বা তাঁর ফোনে যাদের ফোন এসেছে-- সব খতিয়ে দেখা হচ্ছে।

sandiprgkar

কী কী প্রশ্নের মুখোমুখি হতে হল তাঁকে?

rg-kar-principal-sandip-ghosh-resigned

১. মৃত্যুকে আত্মহত্যা ঘোষণা করার তাড়া ছিল কেন?
২. ক্রাইম সিন নিরাপদ রাখা হয়নি কেন?
৩. কার পরামর্শে পরিবারকে তথ্য় লুকিয়ে খবর দেওয়া হয়েছিল এবং কেন?
৪. পরিবারকে দেহ দেখাতে দেরি কেন?

সিবিআই বলছে যে সন্দীপ ঘোষ একটাও সন্তোষজনক উত্তর দিতে পারেননি। 

RG Kar principal resigns, made head of another prestigious medical college  within hours | Kolkata News - The Indian Express