কোন পথে যানজট? জেনে নিন এক ক্লিকেই

দুপুর ১২ টা নাগাদ রাসবিহারি ও শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে একটি মিছিল বেরনোর কথা।

author-image
Pallabi Sanyal
New Update
bus

কলকাতা ট্রাফিক আপডেট

নিজস্ব সংবাদদাতা : সপ্তাহের শুরু। ব্যস্ত সময়ে এড়াবেন কোন পথ? জেনে  নিন এক ক্লিকেই।  ট্রাফিক আপডেট বলছে, সকাল ১০ টা নাগাদ রানি রাসমণি অ্যাভিনিউতে রয়েছে একটি জনসমাবেশ। ফলে ধর্মতলায় যানজটের সম্ভাবনা। ইতিমধ্যেই ধীর গতিতে চলছে গাড়ি। এদিকে, দুপুর ১২ টা নাগাদ একটি মিছিল বেরনোর কথা। মিছিলটি   রাসবিহারি  ও শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ওপর দিয়ে যাবে। যারা উক্ত রুটে যাওয়ার কথা ভাবছেন তারা ব্যবহার করুন বিকল্প পথ।