/anm-bengali/media/media_files/Sk07GLQTDuTabaUiB28r.png)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা : বর্ষা এসে পৌঁছে গেছে বাংলায়। গত দুদিন ধরে বৃষ্টির জন্য খানিক স্বস্তির মুখ দেখেছে কলকাতাবাসী। কিন্তু এই স্বস্তিতেও ডেঙ্গু ম্যালেরিয়ার মতো বিপদের থেকে বার বার সচেতন করছে কলকাতা পৌরসভা। অনেক গুলি প্রচার তারা ইতিমধ্যেই করেছেন, কঠোর আইন ও জারি করা হয়েছে এই রোগগুলি থেকে মানুষকে দূরে রাখার জন্য। শহর জুড়ে কর্তব্যরত রয়েছেন পৌরসভার একাধিক ভেক্টর কন্ট্রোল টিমের ফ্রন্টলাইন কর্মীরা।
আবাসন এবং অন্যান্য জায়গায় ডেঙ্গু ঠেকাতে মশার বংশবৃদ্ধি রোধে কেএমসির স্বাস্থ্য বিভাগ এই বছর আরও আগ্রাসী। গত ৬ মাসে (জানুয়ারি থেকে জুন ) পৌর ম্যাজিস্ট্রেট আদালতে বেশ কিছু মামলা দায়ের করেছে। একজন ব্যক্তিকে পৌর আদালতে টেনে আনলে 1000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা নিশ্চিত করা হয়ছে । কেএমসি-র ভেক্টর কন্ট্রোল টিম নির্মাণাধীন বাড়িগুলির জায়গায় মশার বংশবৃদ্ধির বিষয়ে অসচেতন হওয়ার জন্য প্রোমোটারদের সতর্কতা দিয়েছে।
A few pictures of our frontline workers of the Vector Control Team on duty across the city#VectorControlByKMC#KMConDutypic.twitter.com/6Gd0ZapwJj
— Kolkata Municipal Corporation (@kmc_kolkata) June 26, 2023