BREAKING: রাজ্যপাল হিসেবে ধনকরের ভূমিকা ছিল বিতর্কিত ! ফের বিস্ফোরক কীর্তি আজাদ

কি বললেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ?

author-image
Debjit Biswas
New Update
x

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। আর এবার তাঁর সম্পর্কেই ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।

kirti azad

তিনি বলেন,''আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করি। তবে বাংলার রাজ্যপাল হিসেবে ওনার ভূমিকা ছিল অত্যন্ত বিতর্কিত।” আজাদের অভিযোগ, “ধনকর প্রায়শই রাজ্য সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়তেন এবং বিরোধীদের কথা বলার সুযোগও খুব কম দিতেন।”