/anm-bengali/media/media_files/2025/05/29/yiEG4T9z9hcgxqvc4wbi.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ, ১১ আগস্ট, বীর শহিদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস। ১৯০৮ সালের এই দিনে দেশের স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসিকাঠে ঝুলে পড়েছিলেন মাত্র ১৮ বছরের এই বিপ্লবী। তাঁর সেই আত্মত্যাগ আজও বাঙালি তথা সমগ্র দেশের মানুষের হৃদয়ে অম্লান।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-এ (পূর্বতন টুইটার) ক্ষুদিরামের স্মৃতিতে লেখেন বিখ্যাত গানটির লাইন – “একবার বিদায় দে মা ঘুরে আসি…”। আর তাঁর সাথেই জানান, “বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম”।
তবে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ক্ষোভও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সাম্প্রতিক এক হিন্দি সিনেমা ‘কেশরী চ্যাপ্টার ২’-এ ক্ষুদিরামকে ভুলভাবে ‘সিং’ পদবি দিয়ে পাঞ্জাবের ছেলে হিসেবে দেখানো হয়েছে। মমতার প্রশ্ন, “স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের অপমান কেন? ভাষা-সন্ত্রাসীরা কি এখন অমর বিপ্লবীদেরও বিকৃতভাবে উপস্থাপন করবে?”
"একবার বিদায় দে মা ঘুরে আসি
— Mamata Banerjee (@MamataOfficial) August 11, 2025
হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী"
বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম।
একটা কথা লিখি। সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে 'সিং' বলা হয়েছে। স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃৎ…
ক্ষুদিরামের জন্মস্থান মহাবনী ও তার আশপাশের উন্নয়নের জন্য নেওয়া পদক্ষেপের কথাও স্মরণ করালেন মুখ্যমন্ত্রী। তাঁর উদ্যোগে মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি গঠন, শহিদ ক্ষুদিরামের মূর্তি স্থাপন, পাঠাগার সংস্কার, নতুন অডিটোরিয়াম, কনফারেন্স রুম, মুক্তমঞ্চ, আধুনিক কটেজ এবং ঐতিহ্যবাহী ক্ষুদিরাম পার্কের পুনরুজ্জীবনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
মমতা জানান, শুধুমাত্র মেদিনীপুর নয়, কলকাতাতেও এক মেট্রো স্টেশনের নামকরণ হয়েছে ক্ষুদিরামের নামে। মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা গর্বিত! যে আমরা দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতীক এই মহান বিপ্লবীকে যথাযথ সম্মান দিতে পেরেছি”।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/11/khudiram-basu-2025-08-11-13-19-07.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us