মমতার রাস্তায় শুভেন্দু!

শুভেন্দু নিলেন বড় স্টেপ।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata-suvendu-962995-1615977254-1168302-1670136524-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg

নিজস্ব সংবাদদাতা: আদালতের অনুমতি দিতেই বুধবার মিছিল ও সভা করার প্রস্তুতি জোরকদমে শুরু করল ‘খোলা হাওয়া’ ৷ মমতার রুটেই শুভেন্দু অধিকারী পদযাত্রা এবং ডোরিনা ক্রসিংয়ে সভা করবেন বলে আগেই জানিয়েছিলেন। 

suvenduio.jpg

এর পরেই বিজেপি প্রভাবিত ‘খোলা হাওয়া’ সংস্থার তরফে পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে যান তারা। শেষমেষ আদালতের তরফে আজ অনুমতি মিলল।

bjp-reut-1191943-1676563635

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার আর জি কর কাণ্ডে ফাঁসির দাবিতে রাজপথে পদযাত্রা করেন। মিছিল শেষে ডোরিনা ক্রসিং- এ সভা করেন।

mamfasi