নিজস্ব সংবাদদাতা: এবার দুর্গা পুজোর ভাবনায় বিশেষ ছন্দ আনবে বেহালা বুড়োশিবতলা। এবার তাদের ভাবনার নাম খোকা। খোকা বলতে বোঝায় যে ছেলেটি তার বাবার সাথে দুর্গাপুজোর সময়ে মন্ডপে মন্ডপে গিয়ে কাসর বাজায়। পুজো তো সেই খোকারও। তার পূজোর ৫ দিন কেটে যায় বাবার সঙ্গে পুজো মণ্ডপে কাজ করতে গিয়ে। সে কিন্তু নিজের মায়ের মুখটাও মনে করে। সেও তাই অপেক্ষা করে যে কবে সে বাড়ি ফিরবে আর নিজের মাকে দেখবে। সে পূজার পাঁচটা দিন কি করে খোকা কাটাবে? মায়ের মুখের দিকে তাকিয়ে তা নিয়েই তৈরি হয়েছে গোটা মণ্ডপের ভাবনা।
/anm-bengali/media/media_files/N3KvV9RHfi15LggXICW4.jpeg)
বাজেট আনুমানিক ৪৫ লক্ষ। মণ্ডপ সজ্জা এবং প্রতিমা সজ্জায় রয়েছেন শিল্পী রিন্টু দাস। বেহালা বুড়োশিবতলা সেলিব্রিটির চাকচিক্যে বিশ্বাস করে না। এই মণ্ডপ দর্শনার্থীদের জন্য উদ্বোধন করা হতে পারে চতুর্থীর দিন, জানালেন সাংস্কৃতিক সচিব অর্ণব রায়।
/anm-bengali/media/media_files/rgojjeXV0ihPsJx6E53N.jpeg)
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)