New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেত্রীর মুখে ফের "খেলা হবে" স্লোগান। ধর্মতলা থেকে বিজেপিকে দিলেন হাঁশিয়ারি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাঙালির উপর অত্যাচার সহ্য করব না। বর্ডারের দায়িত্বে কে? বিএসএফ। অনুপ্রবেশ হলে দায়িত্ব বিজেপি সরকারের। বাঙালির উপর অত্যাচার সহ্য করব না। দক্ষতার জন্য এই বাংলার শ্রমিকদের নিয়ে যাওয়া হয় ভিনরাজ্যে। ভোটার তালিকায় কারচুপি করে মহারাষ্ট্র, দিল্লিতে জয়। ভাগাভাগি করে হিন্দু-মুসলমান দেখছেন। ভোটের সময় মতুয়াদের চায়, পরে অত্যাচার। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি কথা বলব। দিল্লির বাঙালি এলাকায় অন্ধকার করে অন্ধকূপ করে দিয়েছে। বিজেপি জেনে রাখো খেলা হবে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000069635.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us