/anm-bengali/media/media_files/Lz6qMAc9RlwcuKM1seua.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেত্রী কেয়া ঘোষ আক্রমণ করলেন ফিরহাদ হাকিমকে।
কেয়া লেখেন, তৃণমূল মন্ত্রী, কেএমসি মেয়র ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রীকে উপহাস করেছেন, তাকে দাড়িওয়ালা হিসাবে উল্লেখ করেছেন, সন্দেশখালীর নির্যাতিতা রেখা পাত্রকে হেরো মাল বলে উল্লেখ করেছেন। এছাড়াও, এই সেই ফিরহাদ হাকিম যিনি কলকাতার একটি অংশকে মিনি পাকিস্তান- এ রূপান্তরিত করে গর্ব করেছিলেন। বলেছিলেন, যারা ইসলামে জন্ম নেয়নি তারা দুর্ভাগা।
বুধবার হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রচারে গিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে ‘হেরো মাল’ বলে সম্বোধন করেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী ফিরহাদ হাকিম সেদিন বলেন, ‘'নারী নির্যাতন নিয়ে সারা দেশের কাছে মিথ্যা প্রচার করেছে বিজেপি। সন্দেশখালির নারীদের অসম্মান করেছে বিজেপি। সন্দেশখালিতে আমার এক বন্ধু থাকে। তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ক্যানিংয়ে। বিজেপি সন্দেশখালিকে এতটাই কালিমালিপ্ত করেছে যে ক্যানিংয়ের লোকজন বলে, সন্দেশখালির মেয়ে মানে অপবিত্র। তাই তার বিয়ে ভেঙে যায়। তাই তার বাবাও হাঁউ হাঁউ করে কাঁদছে। বসিরহাটের যিনি বিজেপির প্রার্থী ছিলেন, সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল। হেরো মাল। কয়েক লক্ষ ভোটে হেরে গেল। তারপরে কেস করল। বিজেপি কেস ছাড়া কিছু জানে না'।
TMC Minister, KMC Mayor Firhad Hakim mocks PM, refers to him as dariwala. Referred Sandeshkhali victim Rekha Patra as defeated "maal".
— Keya Ghosh (@keyakahe) November 7, 2024
Also, this is the same Firhad Hakim who took pride in converting a part of Kolkata to "mini Pakistan". Said those who were not born in Islam… pic.twitter.com/ICpM3sNe66
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us