কেরলে আগাম বর্ষার আগমণ, বঙ্গেও আসছে খুশির খবর

সব জেলায় বিক্ষিপ্ত ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
monsoons.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বর্ষা আসার আগেই দক্ষিণবঙ্গে আঘাত হানতে চলেছে প্রবল নিম্নচাপ। আগামী ৪ দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিম্নচাপ ২৮ মে থেকে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে।

এই নিম্নচাপের প্রভাবে ২৮ মে দক্ষিণবঙ্গের তিনটি জেলায় এবং ২৯ মে ছয়টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বিশেষ করে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনা এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

weather

আগামী কয়েকদিন বীরভূম, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের তিন-চারটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারের মধ্যেই বর্ষা কেরলে প্রবেশ করবে এবং একই সময়ে মৌসুমি বায়ু উত্তর-পূর্ব ভারতেও ঢুকে পড়বে। ফলে সারা দেশে বর্ষা আগমন স্বাভাবিক সময়ের আগেই হতে চলেছে তা বলাই যায়।