দেখুন কেন্দুয়া শান্তি সংঘের মহা আরতি -

পঞ্চপ্রদীপ হাতে দেখা যায় ভক্তদের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
G17sqAAWMAAYRbo

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহানবমীর আরতিতে মেতে উঠলো কলকাতার কেন্দুয়া শান্তি সংঘ। দুর্গাপুজোর প্যান্ডেলে ভক্তরা মহানবমীর আরতি করেন এদিন। পঞ্চপ্রদীপ হাতে দেখা যায় ভক্তদের। এদিন এক আলাদায় রূপ ধারণ করে কেন্দুয়ার এই পুজো।