/anm-bengali/media/media_files/PrUk8rJaZKcItaIM4zrQ.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই দশমী। তার আগে নবমীর রাতে শেষবেলার পুজোর আনন্দ-উৎসবে আম-আদমির পাশাপাশি মজেছে রাজনীতিকরা। অরূপ বিশ্বাস থেকে ফিরহাদ হাকিম, সজল ঘোষ, সকলেই সামলাচ্ছেন নিজেদের পুজো। এরইমধ্যে পানিহাটিতে বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোয় এবার দেখা গড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সেখানেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা মিলল কৌস্তভ বাগচির। এবার পুজোয় ফের নতুন চর্চা শুরু বাংলার রাজনৈতিক মহলে।
আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে হাত ধরাধরি করে বিরোধী I.N.D.I.A জোটে যাওয়া একদমই মন থেকে মানেননি একসময়ের বঙ্গ কংগ্রেসের মুখপাত্র তথা আইনজীবী কৌস্তভ বাগচি। মুখপাত্রের পদও চলে গিয়েছে। এর মধ্যে একাধিকবার কৌস্তভের বিজেপিতে যোগদান সম্পর্কে ছড়িয়ে গেছে নানা জল্পনা। এদিনও সেই প্রসঙ্গ উঠতে কৌস্তুভ বাগচি বলেন যে রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর থেকে ভাল কেউ নেই। তাই রাজ্যের সরকারকে উৎখাত করতে বিকল্প ব্যবস্থার দরকার আছে। এই মুহূর্তে বিজেপিতে যোগদান নিয়ে চিন্তাভাবনা নেই তাঁর। কিন্তু বিকল্প ব্যবস্থা রাজ্যে হোক এটা চাইছেন কৌস্তভ।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us