/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতা: আরজি কাণ্ডের স্লোগান নিয়ে এবার ট্যুইট করে শোরগোল ফেলে দিলেন কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/L0ExEKkl96PJ4fpEZ1yN.jpg)
কুণাল ঘোষ ট্যুইট করে বলেছেন, "আর জি করে ন্যায়বিচারের আন্দোলনে 'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান !!!! যাদবপুরে এরা কারা ???? এদের উদ্দেশ্য কী ? জুনিয়র ডাক্তাররা কি 'আজাদ কাশ্মীরের' বাসিন্দা ছাড়া রোগী দেখবেন না ??? তিলোত্তমা ন্যায়বিচার পাক। আমরা সবাই চাই। কিন্তু লাল মুখ আর মুখোশের আড়ালে অরাজকতার চেষ্টা বন্ধ হোক"। কুণাল ঘোষের এই ট্যুইট ঘিরে চরম শোরগোল শুরু হয়েছে। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের ঘটনায় চরম শোরগোল চলছে। দিকে দিকে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিতে এবার কুণাল ঘোষের সামনে আনা এই ট্যুইট ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
আর জি করে ন্যায়বিচারের আন্দোলনে 'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান!!!!
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 29, 2024
যাদবপুরে এরা কারা????
এদের উদ্দেশ্য কী?
জুনিয়র ডাক্তাররা কি 'আজাদ কাশ্মীরের' বাসিন্দা ছাড়া রোগী দেখবেন না???
তিলোত্তমা ন্যায়বিচার পাক। আমরা সবাই চাই। কিন্তু লাল মুখ আর মুখোশের আড়ালে অরাজকতার চেষ্টা বন্ধ হোক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)