খুলছে কসবা ল কলেজ, তবে থাকছে একাধিক শর্ত

‘নো অবজেকশন’-এর ভিত্তিতে কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
law college rape

File Picture

নিজস্ব সংবাদদাতা: গণধর্ষণের অভিযোগে বন্ধ থাকা কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজ সোমবার থেকে পুনরায় খুলে দেওয়া হচ্ছে, তবে একগুচ্ছ শর্তসাপেক্ষে। নিরাপত্তা এবং শৃঙ্খলার বিষয় মাথায় রেখেই কলেজ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। হাইকোর্টের অনুমতি ও পুলিশের ‘নো অবজেকশন’-এর ভিত্তিতে কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

কলেজ খোলার নির্দেশিকায় কি কি বলা হয়েছে? 

১) সোমবার কলেজ খোলা থাকবে সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
২) প্রথম সেমিস্টারের ফর্ম ফিলআপ করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
৩) চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের পড়ুয়ারা মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত তাঁদের প্রজেক্ট পেপার জমা দিতে পারবেন।
মঙ্গলবার: চতুর্থ সেমিস্টার
বুধবার: ষষ্ঠ সেমিস্টার
বৃহস্পতিবার: অষ্টম সেমিস্টার
৪) সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না।
৫) কলেজে ঢোকার সময় নিরাপত্তারক্ষীকে উপস্থিতির কারণ জানাতে হবে। সন্তোষজনক কারণ ছাড়া প্রবেশ নিষিদ্ধ।

g

সম্প্রতি, কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, যতদিন ছাত্র সংসদ নির্বাচন না হচ্ছে, ততদিন রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ থাকবে।

এই নির্দেশের পরেই কলেজ খুলে দেওয়ার জন্য আবেদন জানায় কলেজ কর্তৃপক্ষ। হাইকোর্ট পড়াশোনার স্বার্থে কলেজ খোলার অনুমতি দেয়। তার পরেই পুলিশের কাছে অনুমতির জন্য চিঠি পাঠায় কলেজ। পুলিশ জানিয়ে দেয়, ‘নো অবজেকশন’-এর ভিত্তিতে কলেজ চালানো যাবে, তবে ইউনিয়ন রুম ও গার্ড রুম ব্যবহার করা যাবে না।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র অ্যাকাডেমিক প্রয়োজনেই কলেজ খোলা হয়েছে। কোনওভাবে শৃঙ্খলা ভঙ্গ করা হলে, বা নির্দেশ অমান্য হলে, কঠোর পদক্ষেপ নেওয়া হবে।