/anm-bengali/media/media_files/2025/06/27/law-college-rape-2025-06-27-23-15-08.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কলকাতার কসবা গণধর্ষণ-কাণ্ডে বড় আপডেট। প্রায় চার মাস পর জামিন পেলেন অভিযুক্ত কলেজ নিরাপত্তারক্ষী। সোমবার আলিপুর আদালত ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। যদিও এখনও জেলেই রয়েছেন মূল অভিযুক্ত সহ আরও দু’জন।
গত ২৫ জুন কসবার একটি আইন কলেজে ঘটে ভয়াবহ গণধর্ষণের ঘটনা। অভিযোগ ওঠে, ওই রাতে কলেজের মূল গেট বন্ধ করে এক তরুণীকে সিকিউরিটি গার্ডের রুমে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। শুধু তাই নয়, হকিস্টিক দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়, মাথায় গুরুতর আঘাত লাগে। সেই সময় ডিউটিতে ছিলেন এই অভিযুক্ত নিরাপত্তারক্ষী। কিন্তু সবকিছু দেখেও তিনি নাকি মুখে কুলুপ এঁটেছিলেন— এমনই অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
ঘটনার পর নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত ও তাঁর সহযোগীদের গ্রেফতার করে পুলিশ। নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়। তবে তাঁর আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের কোনও ভূমিকা ছিল না।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/28/kasba-incident-2025-06-28-16-43-34.jpg)
জামিনের পর তিনি বলেন, “আমরা আদালতে তথ্য দিয়েছি যে নিরাপত্তারক্ষী ভয়ে কিছু করতে পারেননি। সেই কলেজের অন্য গার্ডেরাও বলেছেন, পরিবেশটা এমন ছিল যে তিনি হস্তক্ষেপ করতে পারেননি। তাছাড়া এখনও পর্যন্ত সম্পূর্ণ চার্জশিট জমা পড়েনি, সিসিটিভি ফুটেজও আদালতে পেশ করা হয়নি”।
এই ঘটনার পর রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। কসবা কাণ্ডে কলেজ চত্বরে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছিল। আর এবার সেই মামলাতেই জামিন পেলেন নিরাপত্তারক্ষী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us