নিজস্ব সংবাদদাতা: কসবা গণধর্ষণ কাণ্ডে আজ ঘটনাস্থল পরিদর্শনে যান এনসিডব্লিউ সদস্য অর্চনা মজুমদার। এবার এই বিষয় নিয়ে বার্তা দিতে গিয়ে জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ""মহিলা কমিশন কেন অন্য জায়গায় যায়নি? সেখানে কি কোনও অত্যাচার নেই? যদি যেতেই হয়, তাহলে সর্বত্র যাও। তোমার মণিপুর, ওড়িশায় যাওয়া উচিত। এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান; এটি স্বাধীন হওয়া উচিত, কিন্তু এটি সেভাবে কাজ করছে না।"
/anm-bengali/media/post_attachments/7b745b9b-fdc.png)
তবে কল্যাণ ব্যানার্জি ও মদন মিত্রের বক্তব্য প্রসঙ্গে তিনি কিছু মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, "কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্র সম্পর্কে আমার কিছু বলার নেই, আমাদের দল ইতিমধ্যেই এ বিষয়ে মন্তব্য করেছে"।
কসবা গণধর্ষণ- কল্যাণ, মদন সম্পর্কে মন্তব্য নয় তবে মহিলা কমিশন নিয়ে ক্ষোভ প্রকাশ চন্দ্রিমা ভট্টাচার্যর
কি বললেন চন্দ্রিমা ভট্টাচার্য?
নিজস্ব সংবাদদাতা: কসবা গণধর্ষণ কাণ্ডে আজ ঘটনাস্থল পরিদর্শনে যান এনসিডব্লিউ সদস্য অর্চনা মজুমদার। এবার এই বিষয় নিয়ে বার্তা দিতে গিয়ে জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ""মহিলা কমিশন কেন অন্য জায়গায় যায়নি? সেখানে কি কোনও অত্যাচার নেই? যদি যেতেই হয়, তাহলে সর্বত্র যাও। তোমার মণিপুর, ওড়িশায় যাওয়া উচিত। এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান; এটি স্বাধীন হওয়া উচিত, কিন্তু এটি সেভাবে কাজ করছে না।"
তবে কল্যাণ ব্যানার্জি ও মদন মিত্রের বক্তব্য প্রসঙ্গে তিনি কিছু মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, "কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্র সম্পর্কে আমার কিছু বলার নেই, আমাদের দল ইতিমধ্যেই এ বিষয়ে মন্তব্য করেছে"।