কসবাকাণ্ডে তোলপাড়ের মাঝেই আইআইএম জোকাতে ফের ধর্ষণের ঘটনা, গ্রেফতার অভিযুক্ত

অভিযোগকারী তরুণী ওই কলেজের ছাত্রী নন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
41494ea797578a31c9693e0d392a0722 iim joka

File Picture

নিজস্ব সংবাদদাতা: কসবার আইন কলেজে ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শহরের আর এক শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হেনস্থার অভিযোগ। ঘটনাস্থল দক্ষিণ কলকাতার জোকা সংলগ্ন হরিদেবপুরের একটি নামী কলেজ ক্যাম্পাস। অভিযোগ উঠেছে, কলেজ চত্বরে এক তরুণীকে ধর্ষণ করেছেন ওই কলেজেরই এক ছাত্র।

ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে। তরুণীর অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তার করেছে।

কী অভিযোগ?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী তরুণী ওই কলেজের ছাত্রী নন। তাহলে তিনি কেন গভীর রাতে কলেজ চত্বরে এলেন, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কলেজের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Rape

এই কলেজের ক্যাম্পাস আয়তনে বেশ বড়, এবং সবসময় নিরাপত্তারক্ষী মোতায়েন থাকে। তাই প্রশ্ন উঠছে, নিরাপত্তার নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল?

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখছে তদন্তকারী দল। ঘটনার সূত্র ধরে কলেজ কর্তৃপক্ষকেও একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।