New Update
/anm-bengali/media/media_files/G2KfqZqsOtBOe0qORJgd.jpg)
নিজস্ব সংবাদদাতা: ২০২৩ সালের ২ জুন ওড়িশার বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস৷ আজ আবার সেই জুন মাসেই কন্টেনার বোঝাই মালগাড়ির ধাক্কায় রেল লাইন থেকে ছিটকে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা৷ প্রথমটা ঘটে ওড়িশায় আর আজ সোমবার সকালে আবার এক ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল বাংলায়।
/anm-bengali/media/media_files/7ZjVkLACmDdR6N8Iw7BV.jpg)
হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পিছনে ধাক্কা মেরেছিল৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রে ধাক্কা মারল মালগাড়ি৷
/anm-bengali/media/media_files/CKVdemHWwlAWSvra8vUm.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us