New Update
/anm-bengali/media/media_files/iKaXFevRZeFTCW8Ib8Lt.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আজ কামদুনি রায় নিয়ে প্রতিবাদে কলকাতায় পথে নেমেছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির মহিলা মোর্চা। এবার তাঁকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। হাইকোর্টে কামদুনির রায় ঘুরিয়েছেন শুভেন্দু অধিকারী, আক্রমণ করলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর দাবি, শুভেন্দুর আইনজীবী অভিযুক্তদের পক্ষে সওয়াল করেছেন আদালতে। শুভেন্দুর আইনজীবী আবার নাকি ED- র আইনজীবী। এই যোগসাজশের মানে কী? প্রশ্ন তৃণমূল নেতার।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us